বিএসআরআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । bsri.teletalk.com.bd Apply online

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই), ঈশ্বরদী, পাবনা এর রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়ােগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইন (Online)-এ http://bsri.teletalk.com.bd (Apply online) ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহবান করা যাচ্ছে:

বিএসআরআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

প্রতিষ্ঠানের নাম বিএসআরআই
আবেদনকারী জেলা সকল জেলা
চাকরির ধরন সরকারি চাকরি 
অফিসিয়াল ওয়েবসাইট http://bsri.teletalk.com.bd
পদের সংখ্যা ০৪ টি
শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞপ্তি দেখুন
আবেদনের পদ্ধতি অনলাইন
আবেদন শুরুর তারিখ ২৭ জুন ২০২২
আবেদনের শেষ তারিখ ২৬ জুলাই ২০২২

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ডাউনলোড

নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত

Applicant’s copy প্রার্থী download পূর্বক রঙ্গিণ প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর * কি: দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid মােবাইল ফোন নম্বরের মাধ্যমে। ০২ (দুই) টি SMS করে উক্ত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা এবং টেলিটক চার্জ বাবদ ৩৬ (ছত্রিশ) টাকাসহ মােট ৩৩৬/- (তিনশত ছত্রিশ) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দেবেন।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই পৃহীত হবে না। অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবে। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। অসম্পূর্ণ ভুল তথ্য সংবলিত/ক্রটিপূর্ণ এবং চাকুরির বিজ্ঞপ্তিতে প্রকাশিত নূন্যতম যােগ্যতার সাথে যেমন-বয়স, শিক্ষাগত যােগ্যতা, কোটা, জেলা ইত্যাদি যে কোন বিষয়ে অসামঞ্জস্যপূর্ণ তথ্য দ্বারা পূরণকৃত আবেদন নিয়ােগের যে কোন পর্যায়ে বাতিল করা হবে। এক্ষেত্রে প্রার্থীর কোন আপত্তি গ্রহণযােগ্য হবে না।

প্রথম SMS: BSRI<space>User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।

Example: BSRI ABCDEF

Reply: Applicant’s Name, TK (Application fee) will be charged as an application fee. Your PIN is 12345678. To pay the fee Type BSRI<Space> Yes<Space>PIN and send to 16222.

Example: BSRI ABCDEF

Reply Applicant’s Name, TK-Application fee) will be charged as the application fee. Your PIN is 12345678. To pay fee Type BSRI<Space> Yes Space> PIN and send to 16222.

দ্বিতীয় SMS, BSRI<space>Yes<space>PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে

  • Example: BSRI YES 12345678 Reply: Congratulations Applicant’s Name, payment completed Successfully for BSRI Application for post-XXXXXXXXX User ID is (ABCDEF) and Password (XXXXXXXX).
  • প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http:// bsri.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
  • SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রূঙ্গিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করতে হবে:
  • শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
  • User ID জানা থাকলে BSRI<space>Help<space>User ID & Send to 16222.

Example: BSRI Help User ABCDEF & send to 16222. II. PIN Number Stall FC BSRI<space>Help<space>PIN<space>PIN NO & Send to 16222

Example: BSRI Help PIN 12345678 & send to 16222.

বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এর Website: www.bsri.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতৎসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মােবাইল অপারেটর টেলিটকের জবপাের্টাল http://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।

নিয়ােগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.bsri.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা vas.query@teletalk.com.bd বা bsri@bsri.gov.bd ইমেইলে যােগাযােগ করা যাবে। (Email এর subject-এ Organization Name:

BSRI, Post Name: ***, Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।)

প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘােষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য। সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনাে অযােগ্যতা ধরা পড়লে বা কোনাে প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়ােগের পরে যে কোনাে পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

Apply Now

Leave a Comment