BURO Bangladesh New Job Circular 2022 | বুরো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বেসরকারী উন্নয়ন সংস্থা বুরাে বাংলাদেশ উন্নয়ন সহযােগী Opportunity International Australia-এর সহযােগিতায় টাঙ্গাইল, শেরপুর, জামালপুর, বগুড়া, রংপুর, নীলফামারী, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় প্রান্তিক জনগােষ্ঠীর স্বাস্থ্যসেবা উন্নয়নে “মৌলিক স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের আওতায় প্রাথমিক স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের প্রয়ােজনে প্রকল্পভুক্ত জেলাসমূহের বিভিন্ন শাখায় এবং টাঙ্গাইল জেলায় অবস্থিত কমিউনিটি হেলথ কেয়ার সেন্টারে নিম্নোক্ত পদসমূহে জরুরিভিত্তিতে লােক নিয়ােগ করা হবে। নিম্নে আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাবলী উল্লেখ করা হলােঃ
কর্মস্থল: প্রকল্পভুক্ত জেলায় অবস্থিত বুরো বাংলাদেশের যে কোনো শাখা অফিসে
বুরো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
প্রতিষ্ঠানের নাম | বুরো বাংলাদেশ |
চাকরির ধরণ | বেসরকারি চাকরি |
পদের নাম | হেলথ সুপারভাইজার |
ক্যাটাগরি | ০১ টি |
ওয়েবসাইট | https://burobd.org |
শূন্যপদের সংখ্যা | ১৮ টি |
আবেদনের মাধ্যম | বিজ্ঞপ্তি দেখুন |
আবেদন শুরুর তারিখ | ২০ জুন ২০২২ |
আবেদনের শেষ তারিখ | ০৪ জুলাই ২০২২ |
BURO Bangladesh Job Circular 2022 PDF/JPG Download
Apply Procedure
উপরোল্লিখিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের, নির্বাহী পরিচালক বরাবর আবেদন করতে হবে এবং সাথে জীবন বৃত্তান্ত, রঙিন ছবি, জাতীয় পরিচয় পত্র/জন্ম সনদ এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের স্ক্যানকপি সংযুক্ত করে jobs@burobd.org ই-মেইলে পদের নাম উল্লেখপূর্বক ০৪ জুলাই, ২০২২ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে।
“নিয়োগের ক্ষেত্রে বুরো বাংলাদেশ সমঅধিকারে বিশ্বাস করে”