BURO Bangladesh New Job Circular 2022 | বুরো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

BURO Bangladesh New Job Circular 2022 | বুরো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বেসরকারী উন্নয়ন সংস্থা বুরাে বাংলাদেশ উন্নয়ন সহযােগী Opportunity International Australia-এর সহযােগিতায় টাঙ্গাইল, শেরপুর, জামালপুর, বগুড়া, রংপুর, নীলফামারী, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় প্রান্তিক জনগােষ্ঠীর স্বাস্থ্যসেবা উন্নয়নে “মৌলিক স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের আওতায় প্রাথমিক স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের প্রয়ােজনে প্রকল্পভুক্ত জেলাসমূহের বিভিন্ন শাখায় এবং টাঙ্গাইল জেলায় অবস্থিত কমিউনিটি হেলথ কেয়ার সেন্টারে নিম্নোক্ত পদসমূহে জরুরিভিত্তিতে লােক নিয়ােগ করা হবে। নিম্নে আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাবলী উল্লেখ করা হলােঃ

কর্মস্থল: প্রকল্পভুক্ত জেলায় অবস্থিত বুরো বাংলাদেশের যে কোনো শাখা অফিসে

বুরো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

প্রতিষ্ঠানের নাম বুরো বাংলাদেশ
চাকরির ধরণ বেসরকারি চাকরি
পদের নাম হেলথ সুপারভাইজার
ক্যাটাগরি ০১ টি
ওয়েবসাইট https://burobd.org
শূন্যপদের সংখ্যা ১৮ টি
আবেদনের মাধ্যম বিজ্ঞপ্তি দেখুন
আবেদন শুরুর তারিখ ২০ জুন ২০২২
আবেদনের শেষ তারিখ ০৪ জুলাই ২০২২

 

BURO Bangladesh Job Circular 2022 PDF/JPG Download

Apply Procedure

উপরোল্লিখিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের, নির্বাহী পরিচালক বরাবর আবেদন করতে হবে এবং সাথে জীবন বৃত্তান্ত, রঙিন ছবি, জাতীয় পরিচয় পত্র/জন্ম সনদ এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের স্ক্যানকপি সংযুক্ত করে jobs@burobd.org ই-মেইলে পদের নাম উল্লেখপূর্বক ০৪ জুলাই, ২০২২ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে।

“নিয়োগের ক্ষেত্রে বুরো বাংলাদেশ সমঅধিকারে বিশ্বাস করে”

Leave a Comment