ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Fire Service Job Circular 2022

ফায়ার সার্ভিস নিয়োগ ২০২২ সার্কুলার: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ০৩টি ক্যাটাগরিতে মোট ০৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন আপনিও। Fire Service Job Circular এ আবেদন করা যাবে ২১ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ।

ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

প্রতিষ্ঠানের নামফায়ার সার্ভিস
চাকরির ধরনডিফেন্স চাকরি 
মোট ক্যাটাগরি০৫টি
মোট পদ সংখ্যা৭১১ জন
শিক্ষাগত যোগ্যতাএসএসসি/এইচএসসি
আবেদনের মাধ্যমঅনলাইন (টেলিটক)
আবেদনের শেষ তারিখ২১ সেপ্টেম্বর, ২০২২
ওয়েবসাইটwww.fireservice .gov.bd

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নলিখিত পদে সরাসরি লোক নিয়োগ দেবে কর্তৃপক্ষ। যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে:

Fire Service Job Circular 2022ফায়ার সার্ভিস নিয়োগ 2022

ফায়ার সার্ভিস চাকরি

ফায়ার সার্ভিস নিয়োগ

ফায়ার সার্ভিস নতুন নিয়োগ ২০২২

আবেদন ফি: ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এ পরীক্ষার ফি বাবদ ০১, ০২ ও ০৩ নং পদের জন্য ১০০ (একশত) টাকা এবং ০৪, ০৫ ও ০৬ নং পদের জন্য ৫০ টাকা (অফেরতযোগ্য) মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ঢাকা এর বরাবরে ১-৭৩৬১-০০০০-২০৩১ কোডে ট্রেজারির চালানের মাধ্যমে (বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকে জমা করে ট্রেজারি চালানে জমা দিতে হবে। পোস্টাল অর্ডার, ব্যাংক ড্রাফট বা পে অর্ডার গ্রহণযোগ্য নয়।

আবেদনের সাথে যা যা কাগজপত্র জমা দিতে হবে:

  • আবেদন ফরম
  • প্রবেশপত্রের কপি (ছবিসহ)
  • পরীক্ষার ফি বাবদ ট্রেজারি চালানের মূলকপি
  • জাতীয় পরিচয়পত্রের সত্যায়তি কপি
  • প্রবেশপত্র প্রেরণসহ যেকোন পত্র যোগাযোগের নিমিত্ত আবেদনকারীর নিজস্ব ঠিকানাযুক্ত ৯X৪ সাইজের ফেরত খামসহ (ফেরত খামে ১০/- মূল্যের সার্ভিস স্ট্যাম্পসহ খামের ডান পাশে প্রাপকের নাম – ঠিকানা লেখা থাকতে হবে) আবেদন আগামী ৩১/০৮/২০২১ তারিখের জমা দিন।

ফায়ার সার্ভিস নিয়োগ ২০২২ সার্কুলার এ যেহেতু ডাকযোগে আবেদন করতে হবে, তাই ২দিন পূর্বে আবেদন করবেন। কারণ আবেদনটি যথা সময়ে কর্তৃপক্ষের নিকট পৌছতে হবে।

Leave a Comment