২১৬ পদে পিসিডি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | PCD NGO Job Circular 2022

পিসিডি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: পিসিডি (PCD) জাতীয় পর্যায়ের একটি ঋণদানকারী বেসরকারী উন্নয়নমূলক সংস্থা। PKSF এবং ব্যাংক-এর আর্থিক সহযােগিতায় পরিচালিত ঋণ কার্যক্রম ও RAISE Project-এ জরুরী ভিত্তিতে নিম্নোক্ত পদে যােগ্য ও অভিজ্ঞ জনবল নিয়ােগ করা হবে। আগ্রহী প্রার্থীদের স্ব-হস্তে লিখিত দরখাস্ত আহবান করা যাচ্ছে।

পিসিডি এনজিও নিয়োগ ২০২২

চাকরির ধরন এনজিও চাকরি
জেলা সকল জেলা
প্রতিষ্ঠান পিসিডি
ওয়েবসাইট www.pcdbd.org
শূণ্যপদ ০৯ টি
পদের সংখ্যা ২১৬ জন
শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতকোত্তর/বিকম/বিবিএস
আবেদনের শেষ তারিখ ৩০ অক্টোবর, ২০২২
আবেদনের মাধ্যম ডাকযোগে/সরাসরি

 

PCD NGO Job Circular 2022

 

 

সূত্র: দৈনিক প্রথম আলো

প্রকাশের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২২

আবেদনের শেষ তারিখ: ৩০ই, অক্টোবর ২০২২

অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে PKSF-এর অর্থায়িত যে কোন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ঠ পদে বাস্তব অভিজ্ঞতা বাধ্যতামূলক। ১-৬ নং পদের সকল প্রার্থীদের দরখাস্তএর সাথে বাস্তব অভিজ্ঞতার সনদ থাকলে আবেদনপত্র বাতিল বলে বিবেচিত হবে। ৩-৭ নং পদের জন্য লাঞ্চভাতা প্রযােজ্য হবে। ১-৪ নং পদের প্রার্থীদেরকে ইংরেজিতে লেখার এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে আগামী ৩০ই, অক্টোবর ২০২২ ইং-এর মধ্যে সদ্য তােলা ৩ কপি পাসপাের্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্র, সকল শিক্ষাগত যােগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি এবং মােবাইল নম্বরসহ আবেদনপত্র নির্বাহী পরিচালক, পিসিডি, রাধানগর মক্তব মােড়, পাবনা-৬৬০০ ঠিকানায় ডাকযােগে/কুরিয়ারে/সরাসরি প্রেরণ করতে হবে। (ইমেইলে আবেদন গ্রহনযােগ্য নয়)। ৩-৯ নং পদের শিক্ষানবিশকাল অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী ২ ইনক্রিমেন্ট, ৩ টি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি ও স্টাফ কল্যাণ ফান্ড প্রযােজ্য হবে। খামের উপর পদের নাম উল্লেখ থাকতে হে ওয়েবসাইট ও ফেসবুকে পেতে ভিজিট করুন: www.pcdbd.org & fb/pcdpabna.

বি দ্রঃ-উল্লেখ যে, উল্লিখিত ঠিকানায় সারা বছর আবেদনপত্র গ্রহন করা হয় এবং পরীক্ষার মাধ্যমে প্রয়ােজন অনুযায়ী নিয়োেগ দেওয়া হয়।

Leave a Comment