পিসিডি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: পিসিডি (PCD) জাতীয় পর্যায়ের একটি ঋণদানকারী বেসরকারী উন্নয়নমূলক সংস্থা। PKSF এবং ব্যাংক-এর আর্থিক সহযােগিতায় পরিচালিত ঋণ কার্যক্রম ও RAISE Project-এ জরুরী ভিত্তিতে নিম্নোক্ত পদে যােগ্য ও অভিজ্ঞ জনবল নিয়ােগ করা হবে। আগ্রহী প্রার্থীদের স্ব-হস্তে লিখিত দরখাস্ত আহবান করা যাচ্ছে।
পিসিডি এনজিও নিয়োগ ২০২২
চাকরির ধরন | এনজিও চাকরি |
জেলা | সকল জেলা |
প্রতিষ্ঠান | পিসিডি |
ওয়েবসাইট | www.pcdbd.org |
শূণ্যপদ | ০৯ টি |
পদের সংখ্যা | ২১৬ জন |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/স্নাতকোত্তর/বিকম/বিবিএস |
আবেদনের শেষ তারিখ | ৩০ অক্টোবর, ২০২২ |
আবেদনের মাধ্যম | ডাকযোগে/সরাসরি |
PCD NGO Job Circular 2022
সূত্র: দৈনিক প্রথম আলো
প্রকাশের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২২
আবেদনের শেষ তারিখ: ৩০ই, অক্টোবর ২০২২
অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে PKSF-এর অর্থায়িত যে কোন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ঠ পদে বাস্তব অভিজ্ঞতা বাধ্যতামূলক। ১-৬ নং পদের সকল প্রার্থীদের দরখাস্তএর সাথে বাস্তব অভিজ্ঞতার সনদ থাকলে আবেদনপত্র বাতিল বলে বিবেচিত হবে। ৩-৭ নং পদের জন্য লাঞ্চভাতা প্রযােজ্য হবে। ১-৪ নং পদের প্রার্থীদেরকে ইংরেজিতে লেখার এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে আগামী ৩০ই, অক্টোবর ২০২২ ইং-এর মধ্যে সদ্য তােলা ৩ কপি পাসপাের্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্র, সকল শিক্ষাগত যােগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি এবং মােবাইল নম্বরসহ আবেদনপত্র নির্বাহী পরিচালক, পিসিডি, রাধানগর মক্তব মােড়, পাবনা-৬৬০০ ঠিকানায় ডাকযােগে/কুরিয়ারে/সরাসরি প্রেরণ করতে হবে। (ইমেইলে আবেদন গ্রহনযােগ্য নয়)। ৩-৯ নং পদের শিক্ষানবিশকাল অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী ২ ইনক্রিমেন্ট, ৩ টি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি ও স্টাফ কল্যাণ ফান্ড প্রযােজ্য হবে। খামের উপর পদের নাম উল্লেখ থাকতে হে ওয়েবসাইট ও ফেসবুকে পেতে ভিজিট করুন: www.pcdbd.org & fb/pcdpabna.
বি দ্রঃ-উল্লেখ যে, উল্লিখিত ঠিকানায় সারা বছর আবেদনপত্র গ্রহন করা হয় এবং পরীক্ষার মাধ্যমে প্রয়ােজন অনুযায়ী নিয়োেগ দেওয়া হয়।