সােশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) নিয়ােগ বিজ্ঞপ্তি | SDF Job Circular 2022

এসডিএফ নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২ঃ সােশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ২০০০ সন থেকে গ্রামীণ জনগােষ্ঠীর দারিদ্র বিমােচনে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এরই ধারাকাহিকতায় বাংলাদেশ সরকারের আর্থিক প্রনােদনা প্যাকেজ এর আওতায় নভেল করোনা ভাইরাস (C0VID-19) পরিস্থিতিতে পল্লী এলাকার প্রান্তিক জনগােষ্ঠীর জীবনমান উন্নয়নে গ্রামীণ এলাকার ঋণদান কার্যক্রম সম্প্রসারণের নিমিত্ত ক্রেডিট প্রোগ্রাম আন্ডার স্টিমুলাস প্যাকেজ (সিপিএসপি) বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে নিম্নবর্ণিত পদসমূহে সৎ ও যােগ্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:

Social Development Foundation Job Circular 2022

 SDF Job Circular 2022

Employer Social Development Foundation SDF
Job Nature Full-Time
Job Publish Date 27 October 2022
Source Ittefaq
Category NGO Job
Total Post 01
Man Vacanct 50
Education Qualification Check in the SDF job image
Other Qualification View in the Social Development Foundation notice below
Apply Process Offline
Apply Start Date Running
Application The Last Date 15 November 2022
Employer Information
Name Social Development Foundation SDF
Type Private Company
Website https://sdfbd.org

SDF Job Circular PDF/JPG Download

অন্যান্য শর্তাবলী:

১. আবেদনকারীর নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, ফোন/মােবাইল নম্বর, জন্ম তারিখ, জাতীয়তা, শিক্ষাগত যােগ্যতা, পদের নাম, অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখপূর্বক পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (CV) সহ শিক্ষাগত যােগ্যতা এবং অভিজ্ঞতার সকল সনদের অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও দুই কপি পাসপাের্ট সাইজের ছবি ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে।

২. প্রতিটি পদে TOR সহ বিস্তারিত তথ্য জানার জন্য www.sdflul.org -এই well-site টি visit করুন।

৩. খামের উপরে আবেদনকৃত পদের নাম উল্লেখ করে আগ্রহী প্রার্থীকে আগামী ১৫/১১/২০২২ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে আবেদন পত্র | ব্যবস্থাপনা পরিচালক, সােশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), ২২/২২, খিলজি রােড, মােহাম্মদপুর, ঢাকা-১২০৭ ব্রাবর প্রেরণ করতে হবে।

৪, বিলম্বে প্রাপ্ত বা অসম্পূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

৫. এসডিএফ-এ কর্মরত কোন কর্মকর্তা/কর্মচারীর আবেদন যথাযথ কর্তৃপক্ষের অনুমােনক্রমে প্রেরণ করতে হবে।

৬. প্রাথমিক বাছাই-এর পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র উপযুক্ত প্রার্থীগণকে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হবে।

৭, পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৮. মহিলা প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন।

৯, মুক্তিযােদ্ধা পরিবারের সন্তানদের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী অগ্রাধিকার প্রদান করা হবে।

১০.কোন কারণ দর্শানাে ব্যতিরেকেই যে কোন আবেদনপত্র বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

১১.এ নিয়ােগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়ােগ প্রদান করতে কিংবা পরীক্ষা গ্রহণ করতে বাধ্য থাকবেন না।

Leave a Comment